বাকৃবিতে ঈদুল ফিতরের নামাজ সকাল ৯ টায়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজের জামাত সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে।

বুধবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মোহাম্মদ লুৎফুর রহমান।

তিনি বলেন, প্রতিবছরের মতো এ বছরও বাকৃবির কেন্দ্রীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও কিছু শিক্ষার্থীসহ শিক্ষকরা এখনো ক্যাম্পাসে অবস্থান করছেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করে। সবার সুবিধার্থে ঈদের নামাজের সময় সকাল ৯ টায় নির্ধারণ করা হয়েছে।

এবার বাকৃবি ক্যাম্পাসেই ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী । তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষক,কর্মকর্তা-কর্মচারী সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, উপাচার্য হিসেবে এটাই প্রথম ক্যাম্পাসে ঈদের নামাজ আদায় করা হবে। এবারের ঈদ উদযাপন অন্যবারের চেয়ে ভিন্ন হবে। এই ঈদে উপাচার্য হিসেবে সবার সাথে দেখা হবে ভিন্ন একটি প্রেক্ষিতে। আমি যেন সততা এবং দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে পারি সবার কাছে এই দোয়া চাইবো। আশা করছি ঈদের দিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ, শিক্ষক, কর্মকর্তাদের সাথে দেখা হবে। তাদের সাথে কুশল বিনিময় করা হবে। আমি দিনটির অপেক্ষায় আছি।


সর্বশেষ সংবাদ