শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ইফতার মাহফিল করতে বাধা নেই: উপাচার্য

উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ  © ফাইল ছবি

প্রধানমন্ত্রীর নির্দেশনা উল্লেখ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অভ্যন্তরে এবারের রোজায় ইফতার পার্টি আয়োজন না করার অনুরোধ জানিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (১০ মার্চ) উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের এ সিদ্ধান্তে সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন জায়গায় এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এ বিজ্ঞপ্তি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে বলে জানিয়েছেন অনেকে।

ইফতার পার্টিতে নিষেধাজ্ঞা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টি আয়োজন না করার জন্য অনুরোধ জানানো হলো।

এ বিজ্ঞপ্তির ব্যাখ্যা দিয়ে সোমবার (১১ মার্চ) বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এটি শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য নয়। বিশ্ববিদ্যালয়ের বরাদ্দ ব্যতীত ক্যাম্পাসে যে কোনো ইফতার মাহফিলের আয়োজন করা যাবে। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে ইফতার মাহফিল করতে পারবেন।

তিনি আরও বলেন, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরাও নিজেদের ব্যবস্থাপনায় ইফতার মাহফিল আয়োজন করতে পারবেন। এক্ষেত্রে প্রশাসনের কোন নিষেধাজ্ঞা কিংবা আর্থিক সহযোগিতা থাকবে না।

এদিকে, দেশের আকাশে চাঁদ দেখা গেছে সোমবার। মঙ্গলবার (১২ মার্চ) থেকে দেশে রোজা শুরু হচ্ছে। আজ এশার নামাজের সঙ্গে তারাবি নামাজ পড়বেন ধর্মপ্রাণ মুসল্লিরা। ভোরে রোজা রাখার উদ্দেশ্যে সেহরি খাবেন।


সর্বশেষ সংবাদ