‘জয় বাংলা’ চত্বর উদ্বোধন করলো পাবিপ্রবি ছাত্রলীগ

‘জয় বাংলা’ চত্বর উদ্বোধন করলেন পাবিপ্রবি ছাত্রলীগ
‘জয় বাংলা’ চত্বর উদ্বোধন করলেন পাবিপ্রবি ছাত্রলীগ  © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ক্যাফেটেরিয়ার সামনে ‘জয় বাংলা’ চত্বরের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ এ চত্বরের উদ্বোধন করেন।

চত্বরের উদ্বোধন উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু বলেন, ‘আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। এটাই আমাদের আসল পরিচয়। ক্যাফেটেরিয়ার সামনের এই জায়গাতে শিক্ষার্থীরা নিয়মিত আড্ডা দেয় কিন্তু জায়গাটার নির্দিষ্ট কোন নাম নেই। আমরা এই জায়গাটার একটা নাম দেওয়ার চিন্তা করি, একই সাথে জায়গাটাতে যাতে আরো কিছু শিক্ষার্থী বসতে সে জন্য আরেকটি টেঞ্চ বানানোর পদক্ষেপ নিই। দুইদিন আগেই নতুন টেঞ্চটি কাজ শেষ হয় এবং আনুষ্ঠানিকভাবে জায়গাটার নতুন নাম দেই ‘জয় বাংলা চত্বর’। এখন থেকে ক্যাফেটেরিয়ার এই জায়গাটাকে সবাই ‘জয় বাংলা চত্বর’ বলেই সম্বোধন করবে।’

পাবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহ বলেন, ‘মহান স্বাধীনতার মাসে জয় বাংলা চত্বর উদ্বোধন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বড় একটা অর্জন। ক্যাফেটেরিয়ার এই জায়গাটা দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়েছিল। পাবিপ্রবি ছাত্রলীগ সেটি ব্যবহার উপযোগী করার সিদ্ধান্ত নেয়, একই সাথে জায়গাটি সম্প্রসারণ করার উদ্যোগ নেয়। কয়েকদিন আগে সম্প্রসারণের কাজ শেষ হয়। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে চত্বরটির উদ্বোধন করি।’


সর্বশেষ সংবাদ