শাবিপ্রবিতে ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৩

শাবিপ্রবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৩
শাবিপ্রবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মারামারিতে আহত ৩  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দু্ই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ব্যাডমিন্টন খেলা নিয়েমারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ৩ জন শিক্ষার্থী। জানা যায়, রসায়ন বিভাগের ২ শিক্ষার্থী ও নৃবিজ্ঞানের ১ শিক্ষার্থী আহত হয়েছেন। 

বুধবার (২৪ জানুয়ারি) রাত ৮টার দিকে একাডেমিক ভবন-বি এর গ্রাউন্ডে নৃবিজ্ঞান বিভাগ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীরা হলেন, রসায়নের ২০২১-২২ সেশনের অনুরাগ শাহা অর্পণ ও আরাফাত। তারা দুজনেই সিলেট নগরীর বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন। অপরদিকে, নৃবিজ্ঞানের ২০২০-২১ সেশনের শাফায়াত নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের আইয়ুব বলেন, বাস্কেটবল গ্রাউন্ডে খেলা শেষে আমাদের বিভাগের ২০২১-২২ সেশনের কয়েকজন জুনিয়র বি বিল্ডিংয়ের গ্রাউন্ডে ব্যাডমিন্টন কোর্ট প্রস্তুতের কাজ করছিল। কাজ শেষ করে তারা কিছুক্ষণের জন্য বাইরে গিয়েছিল। এর মধ্যে নৃবিজ্ঞানের চার থেকে পাঁচজন এসে খেলা শুরু করে দেয়। এরপর রসায়ন বিভাগের জুনিয়ররা আসলে ‘প্রস্তুত করা কোর্টে খেলা নিয়ে কথা কাটাকাটি’ হয়। এর একপর্যায়ে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী শফিক, শাফায়েত, আরিয়ান, সানি রসায়নের আরাফাত ও অর্পণকে মারধর করে। এতে একটি র‌্যাকেট ও চেয়ার ভেঙেছে; আরাফাত ও অর্পণের হাত, পা ও ‍মুখে আঘাত করা হয়েছে। 

এ বিষয়ে নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আরিয়ান বলেন, রসায়নে ২০২১-২২ সেশনের দুজন শাফায়াতকে প্রথমে মারধর করেছে। আমি রসায়নের কাউকে মারধর করিনি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। গণ্ডগোল দেখে পরে চলে এসেছি। এখন শাফায়েতকে উন্নত চিকিৎসা সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: তিনতলা থেকে নিচে পড়লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, ‘‘প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুজন আহত হয়েছে। তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অভিযোগ পেলে উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’’


সর্বশেষ সংবাদ