হরতালেও হাবিপ্রবিতে স্বাভাবিক নিয়মেই চলবে ক্লাস-পরীক্ষা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

বিএনপি- জামায়াতের হরতালের ডাকের পরও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) স্বাভাবিক নিয়মেই চলবে ক্লাস-পরীক্ষা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ। 

তিনি বলেন, আগামীকাল রবিবার (২৯ অক্টোবর) বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা হরতালের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে কোন প্রভাব পরবে না। ক্লাস-পরীক্ষাসহ ক্যাম্পাসের যাবতীয় কার্যক্রম স্বাভাবিকভাবে যথারীতি চলবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহনগুলো সিডিউল মোতাবেক চলবে। তবে পরিস্থিতি অবনতি হলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি।


সর্বশেষ সংবাদ