ইসরায়েলিরা নিষ্ঠুর, তাদের কোন দয়া-মায়া নেই: শাবিপ্রবি উপাচার্য  

১৬ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
মানববন্ধনে উপাচার্য

মানববন্ধনে উপাচার্য © টিডিসি ফটো

ইসরায়েলিরা নিষ্ঠুর, তাদের কোন দয়া মায়া নেই বলে মন্তব্য করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ গাজায় চলমান ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনি মুসলিমদের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক মানববন্ধনে একথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির উদ্যোগে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. চন্দ্রানী নাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবুল হাকিমের সঞ্চালনায় বক্তব্যে রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন বক্তব্য রাখেন।  

এসময় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ইসরাইলীরা নিরীহ মানুষের উপর যেভাবে হামলা চালাচ্ছে তাদের প্রতি ধিক্কার জানানোর ভাষা আমাদের নেই। অল্প কিছু দেশ তাদের সহযোগিতা করলেও বিশ্বের বেশিরভাগ দেশ ফিলিস্তিনের পক্ষে এবং তাদের সহযোগিতা করছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে, আশাকরি আমাদের দেশের প্রতিনিধিরা এর প্রতি ধিক্কার জানাবে। 

আরও পড়ুন: ছাত্রজীবনে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের টাকা দিলেন মধ্যবয়সে

ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতার কথা উল্লেখ করে উপাচার্য বলেন, বাংলাদেশ শুরু থেকেই ফিলিস্তিনিদের পাশে ছিল এখনো আছে। আগে অসংখ্য শিশুকে ইসরাইলীরা হত্যা করেছিল, তখনও আমরা এর বিরুদ্ধে সোচ্চার ছিলাম। পাকিস্তিানি হানাদার বাহিনীরা যখন বাংলাদেশের মুক্তিকামী মানুষদের উপর হামলা চালায়, তখন আমরা ফিলিস্তিনের সমর্থন পেয়েছি। ইহুদিরা নিরীহ, নিরস্ত্র মুসলিমদের উপর গায়ের জোরে অত্যাচার করে যাচ্ছে, তাদের বন্ধু রাষ্ট্রগুলোও তাদের মদদ যোগাচ্ছে। এর প্রতি আমরা ধিক্কার জানাচ্ছি। আশা করছি তারা ফিলিস্তিনিদের উপর চালানো অত্যাচার নির্যাতন অতিদ্রুত বন্ধ করে ফিলিস্তিনের জন্য মঙ্গলকর সিদ্ধান্ত নিবে।

তিনি বলেন, ইসরায়েলিরা অনেক নিষ্ঠুর, তাদের মনে কোন মায়া-দয়া নেই। যাকে যখন যেভাবে পাচ্ছে অত্যাচার করে যাচ্ছে, ওরা পোড়ামাটির পলিসি নিয়েছে! ফিলিস্তিনিদের মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য। তাদের প্রতি আহ্বান তারা এটা থেকে বিরত থাকবে, সারা দুনিয়ার মুক্তিকামী মানুষরা মানবতার পক্ষে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ বন্ধু ছিল ইয়াছির আরাফাত, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আমরা তাদের পাশে দাঁড়াতে চাই। পরিশেষে এ মানববন্ধন আয়োজনের জন্য শিক্ষক সমিতিকে ধন্যবাদ জানান উপাচার্য।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, দপ্তর প্রধান, ছাত্র উপদেষ্ঠা, প্রক্টর, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তারাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

 

২০২৩ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৭ জানুয়ারি ২০২৬
দেড় বছর ধরে স্থবির বুটেক্স শিক্ষক সমিতির কার্যক্রম
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে ১৮তম ফার্মা উইক ২০২৬ উদ্বোধন
  • ২৭ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে শঙ্কা!
  • ২৭ জানুয়ারি ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তর করুন নেদারল্যান্ডের রাডবউড বিশ্ববিদ্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
হাবিপ্রবিতে পরীক্ষাকেন্দ্রে চিকিৎসকদের দায়িত্ব, ফাঁকা মেডিক…
  • ২৭ জানুয়ারি ২০২৬