পরীক্ষা বন্ধের ঘোষণায় ক্যাম্পাস ছাড়ছে যবিপ্রবি শিক্ষার্থীরা

  © টিডিসি ছবি

যশোর বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যের আশ্বাসে গত ৩ দিন ধরে চলমান আন্দোলন স্থগিত ও পরীক্ষা বন্ধের ঘোষণার পর ক্যাম্পাস ছাড়তে শুরু করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। আজ সোমবার (১৯ জুন) যবিপ্রবিতে ১২ দফা দাবিতে চলমান আন্দোলনের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। 

একইসাথে আগামী দুই দিন (মঙ্গলবার ও বুধবার) সকল বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দেন। আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ ঘোষণা দেন তিনি।

এতে একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ১২ দিনের ছুটির সাথে সাপ্তাহিক ছুটি ৪ দিন এবং উপাচার্যের আজকের ঘোষণার পর আরও ২ দিন যুক্ত হয়ে মোট ১৮ দিনের ছুটি পাচ্ছেন যবিপ্রবি শিক্ষার্থীরা।
 
এ বিষয়ে শিক্ষার্থীরা বলেন, যদি পরীক্ষাগুলো শেষ করে যেতে পারতাম তাহলে হয়তো চিন্তামুক্ত ভাবে ছুটি কাটাতে পারতাম। ছুটি শেষে পরীক্ষা দিতে হবে এই চিন্তা থাকার পরেও আমরা খুশি কারণ ঈদের আনন্দকে পরিবারের সাথে উপভোগ করতে দ্রুত বাড়িতে যেতে পারছি। এজন্য উপাচার্য স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ