শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি গবেষণায় গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

  © সংগৃহীত

শিক্ষার মান বাড়ানোর পাশাপাশি গবেষণা খাতেও সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (১৪ মার্চ) দুপুরে দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে ৫০তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মান, গবেষণার দিকে আমরা গুরুত্ব দিচ্ছি। আজকের বিশ্বে শুধুমাত্র জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়। সক্ষমভাবে চিন্তা করার দক্ষতা, সমস্যা সমাধানের দক্ষতাও অর্জন করা জরুরি।

এর আগে শিক্ষামন্ত্রী দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) অত্যাধুনিক জিনোম সিকোয়েন্স ল্যাবের উদ্বোধন করেন। পরে তিনি হাবিপ্রবির শেখ রাসেল মাঠে ‘জ্যোতির্ময় বঙ্গবন্ধু’ স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। 

এ সময় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে খাদ্য কিংবা উদ্ভিদ ও প্রাণীদেহের উপাদান নির্ণয় করা যাবে। যারা গবেষণা করেন তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করবেন। দেশের যেকোনো স্থানের  গবেষকরা চাইলে এখানে এসে গবেষণা করতে পারবেন। একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার জায়গা না থাকলে সেখানে জ্ঞান চর্চা করার কোন সুযোগ থাকে না। প্রতিটি বিশ্ববিদ্যালয়েই গবেষণা করার জন্য ল্যাব থাকা দরকার।

দিনাজপুর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু বকর ছিদ্দীক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব কামাল হোসেন, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আলী আকবর খান, জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী ও পুলিশ সুপার আনোয়ার হোসেন। 

অ্যাথলেটিকস, হকি, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল ট্রেনিস ও সাইক্লিং এই ৮টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দেশের ৮ শিক্ষা বোর্ডের আওতায় ৪টি অঞ্চল থেকে ৮২৪ জন খেলোয়াড় এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence