অ্যাসাইমেন্টে অংশ নিয়েছে ৯৩ শতাংশ শিক্ষার্থী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ মে ২০২১, ০১:১৮ PM , আপডেট: ২৬ মে ২০২১, ০১:১৮ PM
শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের জন্য অ্যাসাইমেন্ট কার্যক্রম চালু করে শিক্ষা মন্ত্রণালয়। আর ৯৩ শতাংশ শিক্ষার্থী অ্যাসাইমেন্টে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (২৬ মে) দুপুর ১২টায় ভার্চ্যুয়ালি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ঈদের সময় ব্যাপক মানুষের চলাফেরা হয়েছে। ফলে করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের ঊর্ধ্বগতি কোনো কোনো জেলায় বেশি। এসব মাথায় রেখে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি জুনের ১২ তারিখ পর্যন্ত বাড়ানো হলো।
এ সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে সব শিক্ষার্থীর ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা যায়নি। নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা সম্ভব নয়। অ্যাসাইনমেন্টের মতো নতুন বিষয় আমরা যুক্ত করেছি। অ্যাসাইনমেন্ট নিয়ে সংশয় থাকলেও সবাই এটা ভালোভাবে নিয়েছে। ৯৩ শতাংশ শিক্ষার্থী অ্যাসাইমেন্টে অংশগ্রহণ করেছে। ফলে ঝরে পড়ার আশংকা অনেকটা দূর হয়েছে। এটা নিয়ে গবেষণা হচ্ছে। সারাদেশের দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
আরো পড়ুন
টিকা নিশ্চিত করেই খুলবে বিশ্ববিদ্যালয়
জুনে ৫ হাজার শিক্ষককে আইসিটি প্রশিক্ষণ
দু’মাসের মধ্যে সব শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে চাই