ঢাবি শিক্ষার্থী সুমির মৃত্যুর খবর নতুন করে প্রচার
- টিডিসি ফ্যাক্টচেক ডেস্ক
- প্রকাশ: ২২ জুন ২০২১, ০৬:০৭ PM , আপডেট: ২৬ জুন ২০২১, ১১:২৫ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী লুৎফুন্নেসা সুমির মৃত্যুর খবর নতুন করে জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের গ্রুপ ঢাকা ইউনিভার্সিটি এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েনে মো. ইমরান নামের একজন গতকাল সোমবার মধ্যরাতে সুমির মৃত্যুসংবাদ জানিয়ে নতুন করে পোস্ট দেন। তাতে প্রায় এক হাজার রিয়্যাক্ট পড়ে এবং মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ৪৪৬ জন মন্তব্য করেন।
অথচ প্রায় দুই মাস আগে গত ১ মে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের মেধাবী শিক্ষার্থী লুৎফুন্নেসা সুমি। সে সময় দ্যা ডেইলি ক্যাম্পাসসহ দেশের প্রায় সব সংবাদমাধ্যমে তাঁর মৃত্যুসংবাদ প্রচারিত হয়।
গতকাল রাতে ঢাবির সাবেক শিক্ষার্থীদের গ্রুপে দেওয়া পোস্টে সুমির মৃত্যুর তারিখ উল্লেখ করা হয়নি।
গুরুতর অসুস্থ অবস্থায় চার মাস হাসপাতালে চিকিৎসা নিয়ে মারা যান সুমি। তাঁর পেটে যক্ষাসহ লিভার, পাকস্থলী ও জরায়ু একত্রে লেগে গিয়েছিল বলে জানান চিকিৎসকেরা।