মিয়ানমারে সংঘর্ষের কারণে সরানো হলো এসএসসি পরীক্ষার কেন্দ্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২৯ AM , আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৪ AM
মিয়ানমারে গোলাগুলির ঘটনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম উচ্চবিদ্যালয়ের এসএসসির পরীক্ষাকেন্দ্র বাতিল করা হয়েছে। তিন কিলোমিটার দূরের দুটি প্রাথমিক বিদ্যালয়ে এ কেন্দ্রের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। এতে স্বস্তি ফিরেছে ৪৬৩ জন এসএসসি পরীক্ষার্থীর মধ্যে।
জানা গেছে, নিরাপত্তার কারণে কেন্দ্রটি সরিয়ে তিন কিলোমিটার দূরের দুটি প্রাথমিক বিদ্যালয়ে নেওয়া হয়েছে। নতুন কেন্দ্র হলো- ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।
নাইক্ষ্যংছড়ি ও উখিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সোমবার (১২ ফেব্রুয়ারি) ঘুমধুম উচ্চবিদ্যালয়ের সামনে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম এ তথ্য জানান। নতুন কেন্দ্রে হবে এ পরীক্ষা।
আরো পড়ুন: ৫ লাখ টাকায় বিক্রি চার টন বিনা মূল্যের পাঠ্যবই, ট্রাক জব্দ
ঘুমধুম উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছে মিয়ানমার সীমান্ত। ঘুমধুম উচ্চবিদ্যালয়, উখিয়ার বালুখালী কাশেমিয়া উচ্চবিদ্যালয় ও কুতুপালং উচ্চবিদ্যালয়ের পরীক্ষার্থীদের কেন্দ্রটিতে পরীক্ষা দেওয়ার কথা ছিল। এটি সরিয়ে নেওয়ায় তারা স্বস্তিতে পরীক্ষা দিতে পারবে।