এবার ইউটিউবারদের জন্য আসছে কড়া নিয়ম

ইউটিউব
ইউটিউব  © সংগৃহীত

ডিজিটাল যুগে অনেকের পেশা হয়ে দাঁড়িয়েছে ইউটিউব কনটেন্ট তৈরি করা। নানা ধরনের কন্টেন্ট বানিয়ে মাসে লাখ লাখ টাকা আয় করছেন তারা। তবে এমন কিছু কন্টেন্ট আছে, যা ইউটিউবের নিয়মের বাইরে। এসব কন্টেন্ট নিজের চ্যানেলে আপলোড করে আপনি বিপদে পড়তে পারেন।

এই ধরনের ভিডিওর ওপর এখন থেকে কড়া নজর করতে চলেছে ইউটিউব। এ জন্য আরও কঠোর করা হচ্ছে বিধিনিষেধ। নিয়মের বাইরে করা ভিডিওর ক্রমবর্ধমান বিস্তারের কারণে আরও কড়া হতে চলেছে বিধিবিধান। ফলে এবার থেকে ক্রিয়েটরদের থাকতে হবে সতর্ক। মূলত অনলাইন গ্যাম্বলিং ভিডিও কন্টেন্ট নিয়েই বিধি কঠোর করেছে ইউটিউব।

গত মঙ্গলবার (৪ মার্চ) গুগলের ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব জানিয়েছে, আগামী ১৯ মার্চ থেকে ইউটিউবের বর্তমান নিয়ম ও বিধিগুলো আরও কঠোর হতে চলেছে। বেশ কিছু নিয়ম বদলে যাবে এবং কিছু নতুন নিয়মবিধি মেনে চলতে হবে।

নতুন নিয়মে অনলাইন গ্যাম্বলিং ভিডিও কন্টেন্টের জন্য প্রযোজ্য হলেও সব কন্টেন্টের জন্য কিছু বিধি এবার থেকে বাড়তি হিসেবে মেনে চলতে হবে ক্রিয়েটরদের। আর এই বদলের মধ্যে রয়েছে ভিডিওতে এবার থেকে কোনো ইউআরএল বা লিংক রাখা যাবে না, ছবিতে বা টেক্সটের মধ্যে লিঙ্ক এমবেড করা যাবে না। কোনো রকম ভিজুয়াল ডিসপ্লের মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা যাবে না।

আবার কোনো গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যাবে না ভিডিওতে। গুগল অ্যাডসের সার্টিফিকেট নেই বা ইউটিউবের অনুমোদন নেই, এমন গ্যাম্বলিং ওয়েবসাইটের নাম উল্লেখ করা যাবে না ভিডিওতে।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়েছে, যেসব ভিডিওতে নিশ্চিত রিটার্নের প্রলোভন দেখানো হবে, সেই ভিডিও একবারে মুছে দেওয়া হবে, সে ক্ষেত্রে গুগল অ্যাডসের অনুমোদন থাকলেও এই পদক্ষেপ করা হবে। এখন ইউটিউবে সেসব গ্যাম্বলিং ওয়েবসাইটের উল্লেখ করা যায়, যেগুলো স্থানীয় আইনি নিয়মবিধি মেনে চলে। এই পরিবর্তনের মাধ্যমে ইউটিউব অবৈধ বা অনিবন্ধিত বা অনিয়ন্ত্রিত গ্যাম্বলিং প্ল্যাটফর্মের ওপর দর্শকদের আগ্রহ প্রদর্শনকে নিষিদ্ধ ঘোষণা করে।

এ ছাড়া ইউটিউব জানিয়েছে, যেসব ভিডিওতে এমন কিছু গ্যাম্বলিং কনটেন্ট থাকে, যা কোনো ক্যাসিনো সাইট বা অ্যাপে দর্শকদের নিয়ে যায় এবং তা কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে না, সেগুলো এবার থেকে এজ-রেস্ট্রিকটেড থাকবে। ১৮ বছর বয়স না হলে এই কন্টেন্ট দেখতে পারবেন না দর্শকরা।

সূত্র : দ্য ভার্জ


সর্বশেষ সংবাদ