বজ্রপাতে এসি-ফ্রিজ নিরাপদ রাখবেন কীভাবে?

তীব্র তাপপ্রবাহের পর জনজীবনে স্বস্তি এনেছে বৃষ্টি। ঝড়ের পাশাপাশি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যখন তখন বজ্রপাত। এ বজ্রপাতে বাড়ির বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বজ্রপাতের সময় কীভাবে এমন বিপদ এড়াবেন তা জানা জরুরি।

বজ্রপাতের সময় প্রথমেই প্রতিটি বৈদ্যুতিক যন্ত্র থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে। বাজ পড়ার জন্য অপেক্ষা করবেন না। আকাশে ঘন কালো মেঘ দেখলেই এই কাজটি সবার আগে করে ফেলতে হবে।

‘আর্থিং’ থাকলেও কিন্তু বাড়ির বৈদ্যুতিক যন্ত্র বাজ পড়ার সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে সবার আগে। বজ্রপাতের সময় কোনোভাবেই মোবাইল ফোন চার্জ দেওয়া যাবে না। ফোনে একেবারে চার্জ না থাকলেও নয়।

যদি একান্তই ল্যাপটপে কাজ করতে হয় তা হলে আগে প্লাগ থেকে খুলে নিতে হবে। ব্যাটারিতে চালাতে হবে ল্যাপটপ।

বজ্রপাতের সময় ওয়াই ফাই ব্যবহার করবেন না। তাতে রাউটার খারাপ হওয়ার সম্ভাবনা বাড়ে।


সর্বশেষ সংবাদ