বাড়ল সয়াবিন তেলের দাম, আজ থেকে কার্যকর

  © সংগৃহীত

সয়াবিন তেলের দাম আবারও বাড়িয়েছে ভোজ্যতেল মিলমালিকদের সংগঠন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৪ টাকা বেড়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ১৭৫ টাকা।

রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এই দাম আজ থেকেই কার্যকর হয়েছে।

সংগঠনটি জানায়, পাঁচ লিটারের বোতলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা। আগে যা ছিল ৮৫২ টাকা। একইসঙ্গে খোলা সয়াবিন ও পাম তেলের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার খোলা তেলের দাম ১৬৯ টাকা, যা পূর্বে ছিল ১৫৭ টাকা।

জানা গেছে, আসন্ন ঈদকে সামনে রেখে ২৭ মার্চ মিলমালিকেরা এক প্রস্তাবে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা এবং খোলা তেলে ১৩ টাকা বাড়ানোর সুপারিশ করেন। ১ এপ্রিল তেল আমদানিতে শুল্ক ও কর রেয়াতের সুবিধার মেয়াদ শেষ হওয়ার পর নতুন দাম কার্যকরের প্রস্তাব পাঠানো হয় বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কাছে।

তবে এখনও পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানি পর্যায়ে শুল্ক ও কর রেয়াত বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। যদিও এর আগেই ট্যারিফ কমিশন এনবিআর-কে চিঠি দিয়ে কর-সুবিধার মেয়াদ ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল।

উল্লেখ্য, গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত প্রতি লিটার দাম নির্ধারণ করা হয়েছিল ১৭৫ টাকা। এবার ঈদের আগে নতুন করে দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ওপর চাপ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ সংবাদ