অ্যাসাইনমেন্টের নামে অতিরিক্ত অর্থ আদায়, মাউশির তদন্ত কমিটি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২১, ০৪:৩২ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২১, ০৪:৪৬ PM
বরগুনার আমতলী উপজেলার কুকুয়া মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাসাইনমেন্টর নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ৫০০ টাকা আদায়ের অভিযোগ খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার (৬ জানুয়ারি) মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, কুকুয়া মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কাছ থেকে অ্যাসাইনমেন্টের নামে অতিরিক্ত ৫০০ টাকা আয় করা হচ্ছে মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি অধিদপ্তরের নজরে আসে। বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই কর্ম দিবসের মধ্যে বিষয়টি তদন্ত করে মতামত দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হইল।