ইইডির প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্বে আরিফুর রহমান
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২০, ০৬:৩২ PM , আপডেট: ২৩ ডিসেম্বর ২০২০, ১২:৩২ PM
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলীর শূন্য পদে চলতি দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আরিফুর রহমান। আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত অফিস আদেশ জারি করে।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. আরিফুর রহমানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত প্রশাসনিক ও আর্থিক ক্ষমতাসহ প্রধান প্রকৌশলীর পদে রুটিন দায়িত্ব প্রদান করা হলো।
ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী বুলবুল আখতার গত ২০ নভেম্বর অবসরে যান। এরপর থেকে প্রধান প্রকৌশলীর পদটি শূন্য ছিল। ফলে ডিসেম্বরের টেন্ডার আহ্বানসহ অন্যান্য আর্থিক সব কাজ বন্ধ থাকে। যথা সময়ে টেন্ডার আহ্বানসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এজন্য আজ মঙ্গলবার প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দিয়ে অফিস আদেশ জারি করা হয়।