এমপিওভুক্ত হচ্ছেন আরও ২ হাজার শিক্ষক

এমপিওভুক্ত হচ্ছেন আরও ২ হাজার শিক্ষক
এমপিওভুক্ত হচ্ছেন আরও ২ হাজার শিক্ষক  © সংগৃহীত

দেশের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া ১ হাজার ৯৪৪ জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। তাদের মধ্যে রয়েছেন স্কুলের ১ হাজার ৪৯১ জন এবং কলেজের ৪৫৩ জন শিক্ষক। এছাড়াও উচ্চতর স্কেল পাচ্ছেন ১ হাজার ৩৬০ জন, বিএড স্কেল পাচ্ছেন ৫২৫ জন।

সোমবার (২৯ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের জুলাই মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। 

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমপিওভুক্তে কোন অঞ্চলের কতোজন

মাউশির তথ্যমতে, এমপিও পাওয়াদের মধ্যে স্কুলের ১ হাজার ৪৯১ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৬২, চট্টগ্রামের ৭৮, কুমিল্লার ৯০, ঢাকার ১৯৭, খুলনার ১৯৭, ময়মনসিংহের ১৫৬, রাজশাহীর ২৭০, রংপুরের ২৮৮ এবং সিলেটের ৫৩ জন তালিকায় রয়েছেন।

কলেজের ৪৫৩ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২৫, চট্টগ্রামের ২৭, কুমিল্লার ২৯, ঢাকার ৩৮, খুলনার ৭৫, ময়মনসিংহের ৪৬, রাজশাহীর ১৬৪, রংপুরের ৩৮ এবং সিলেট অঞ্চলের ১১ জন রয়েছেন।

উচ্চতর স্কেল পাচ্ছেন ১ হাজার ৩৬০ জন

বিভিন্ন বেসরকারি স্কুল-কলেজের ১ হাজার ৩৬০ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ১ হাজার ১৩০ জন এবং কলেজের ২৩০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।

সভায় অংশ নেয়া কর্মকর্তারা জানান, উচ্চতর গ্রেড পাওয়া স্কুলের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ২০৮, চট্টগ্রামের ৩৬, কুমিল্লার ৩১, ঢাকার ১৬৮, খুলনার ৮৬, ময়মনসিংহের ১৪০, রাজশাহীর ১৭৮, রংপুরের ২৫৩ এবং সিলেটের ৩০ জন রয়েছেন। 

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৭, কুমিল্লার ৩, ঢাকার ২৪, ময়মনসিংহের ৮, রাজশাহীর ১৬০, রংপুরের ১৩ ও সিলেট অঞ্চলের ৫ জন রয়েছেন। এই তালিকায় চট্টগ্রাম ও খুলনার কোনো শিক্ষক নেই।

বিএড স্কেল পাচ্ছেন ৫২৫ জনের  

বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ৫২৫ জন শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৪৭, চট্টগ্রামের ২৮, কুমিল্লার ৪৯, ঢাকার ১১২, খুলনার ৭০, ময়মনসিংহের ৫১, রাজশাহীর ৭৫, রংপুরের ৬৯ এবং সিলেট অঞ্চলের ২৪ জন শিক্ষক আছেন। 


সর্বশেষ সংবাদ