নতুন শিক্ষক্রমের প্রশিক্ষণ ১৭-৩১ ডিসেম্বর

লোগো
লোগো  © ফাইল ছবি

নতুন শিক্ষাক্রমে উপজেলা পর্যায়ে অষ্টম ও নবম শ্রেণির বিষয়ভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ আগামী ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। সোমবার (১১ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক প্রফেসর সৈয়দ মাহফুজ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশব্যাপী ৬৪ জেলার ৪৭৬টি উপজেলায় সংযুক্ত তালিকা অনুসারে ‘নতুন কারিকুলাম বিস্তরণ’ বিষয়ক সাত দিনব্যাপী ৮ম ও ৯ম শ্রেণির শ্রেণি-শিক্ষকগনের বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। যেহেতু উক্ত সময়ের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৪ সংক্রান্ত প্রশিক্ষণ চলমান থাকবে এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন, তাই নির্বাচন কমিশন সচিবালয়, বাংলাদেশ এর সাথে সমন্বয় করে নির্ধারিত তারিখ অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রমটি সম্পন্ন করা হবে।’ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শনের নিমিত্তে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা, মন্ত্রণালয় থেকে ১৭ ডিসেম্বর থেকে ৩১ পর্যন্ত উপজেলাসমূহে ভেন্যু পরিদর্শনের জন্য কর্মকর্তাগণের অফিস আদেশ জারি করে এক কপি (anesepa.gmail.com) ই-মেইলে প্রেরণের জন্য অনুরোধ করা হলো। পরিদর্শনের জন্য নির্বাচিত ভেন্যুর প্রশিক্ষণের তারিখ ও সময় সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার/উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করা হল।’


সর্বশেষ সংবাদ