নির্ধারিত সময়ে তথ্য সরবরাহ না করায় ৫৭ প্রতিষ্ঠানকে শোকজ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর  © ফাইল ছবি

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে না পারায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন ৫৭ শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী দুই কার্য দিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) মাউশি থেকে এই নোটিশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।

নোটিশে বলা হয়েছে, ‘‘সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরো সুসংহত করার নিমিত্ত সরকারি কর্মচারীদের বেতন-ভাতাদির বাজেট স্বয়ংক্রিয়ভাবে প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর ও অধিকতর স্বচ্ছতা নিশ্চিতকরণে বর্তমানে Online Pay-fixation ডাটাবেইজ হতে নতুন বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণি বিন্যাস পদ্ধতি অনুযায়ী রি-ডিজাইনকৃত Integrated Budget and Accounting System (iBAS++) এর ডাটাবেইজে সকল কর্মচারীর তথ্য স্থানান্তরের (Migration) কার্যক্রম চলমান আছে। মাঠ পর্যায়ের অফিসসমূহের অর্গানোগ্রাম, নিয়োগ বিধি এবং পদ মঞ্জুরি অনুযায়ী পদবি, পদ সংখ্যা ও গ্রেড (iBAS++) সিস্টেমে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে প্রতিষ্ঠানের পদ সংক্রান্ত তথ্যাদি EMIS সফটওয়ার এর DCM মডিউলের নির্ধারিত ফর্মে সংযুক্ত নির্দেশনা অনুযায়ী পূরণের নিমিত্ত গত ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের পত্র প্রেরণ করা হয়।

নির্ধারিত সময়ের মধ্যে চাহিত তথ্যাদি প্রদানে কেন ব্যর্থ হয়েছেন তার কারণ ব্যাখ্যাপূর্বক জবাব আগামী ০২ (দুই) কর্মদিবসের মধ্যে প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হলো।’’


সর্বশেষ সংবাদ