অনলাইন ক্লাসে ঢাবি শিক্ষার্থীদের যথেষ্ট আগ্রহ রয়েছে: মাকসুদ কামাল

  © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেছেন, অনলাইন ক্লাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যথেষ্ট আগ্রহ রয়েছে। কোন কোন শিক্ষার্থী যাদের গ্রামের বাড়িতে ইন্টারনেট সংযোগের অসুবিধা রয়েছে তারা বাড়ি থেকে দূরে গিয়ে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে। আবার কোথাও কোথাও শিক্ষার্থীরা এক জায়গায় গিয়ে ৫-৬ জন একত্রে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করছে। এরকম তথ্য বিভিন্ন বিভাগ থেকে আমরা পেয়েছি।

আজ শুক্রবার (৩ জুলাই) রাতে ঢাকা ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় সংযুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংযুক্ত ছিলেন। আলোচনায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজেরর পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীনও সংযুক্ত ছিলেন।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, করোনা মহামারী ইতোমধ্যে সাড়ে তিন মাস পেরিয়ে গেছে। শুরু দিকে আমরা অনলাইন কর্যক্রমে যেতে পরিনি। এজন্য আমাদের একটু সময় নিতে হয়েছে। তবে অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের ডাটা কেনা, নেটওয়ার্ক প্রাপ্তির অসুবিধার বিষয়টিও রয়েছে। তাছাড়া আর্থিক অসুবিধাও রয়েছে অনেকের। এসব বিষয় বিবেচনা করেই আমরা এ কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, শিক্ষার্থীরা চাই তাদের সাথে শিক্ষকদের একটি যোগসূত্র থাকুক। আমরা শিক্ষকরাও চাই তাদের সাথে যোগাযোগটা বাড়িয়ে মানসিকভাবে উজ্জীবিত রাখতে এবং তারা যেন পড়াশুনার কার্যক্রমের মধ্যে থাকে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যাতে বড় ধরনের সেশনজটে না পড়ে এজন্য বিশ্ববিদ্যালয় খুলার পর সাপ্তাহিক ছুটিতে অতিরিক্ত ক্লাস, বাৎসরিক ছুটি সংকুচিত করাসহ নানান পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি। এসব পদক্ষেপ নিলে আশা করি শিক্ষার্থীদের সেশনজটে পড়তে হবেনা।


সর্বশেষ সংবাদ