বর্ধিত ফি প্রত্যাহারের দাবি লেদার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

  © টিডিসি ফটো

বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি‘র শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার সকাল থেকে এ আন্দোলন শুরু করেন তারা।

শিক্ষার্থীরা জানিয়েছেন, উন্নয়ন ফি’সহ বিভিন্নভাবে তাদের নিকট থেকে বর্ধিত ফি আদায় করছে প্রশাসন। এতে তাদেরকে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে। এ ধরণের বর্ধিত ফি বাতিলের দাবিতে তারা এ আন্দোলন শুরু করেছেন বলে জানান তারা।

তাদের বহনকতৃ ব্যানারে লেখা রয়েছে, ‘অয্যেক্তিক উন্নয়ন ফি নেওয়ার নামে প্রশাসনের প্রহসন, মানি না মানব না’, ‘অযৌক্তিক ফি প্রত্যাহার চাই’ ইত্যাদি।

অবশ্য তাদের দাবির মুখে এর আগেও প্রশাসন এক দফা ফি কমিয়েছে বলে জানা গেছে। তবে তাতে সন্তুষ্ট নন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। তারা বর্ধিত ফি প্রত্যাহার করার দাবি জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ