বিয়ের ছয়মাস না যেতেই লাশ হলেন পূর্ণিমা

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা  © টিডিসি ফটো

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় পূর্ণিমা সূত্রধর (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) বিকেলে উপজেলার পিরোজপুর গ্রামের স্বামীর বাড়ি থেকে উদ্ধার করা হয় তার লাশ। পূর্ণিমা কালিহাতী উপজেলার কোষনা গ্রামের মনোরঞ্জন সূত্রধরের মেয়ে।

দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের পিরোজপুর গ্রামের ছানু সূত্রধরের ছেলে নিলয় সূত্রধরের সঙ্গে ছয় মাস আগে বিয়ে হয় পূর্ণিমার। স্বামীর দাবি, শাড়ি গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন তিনি। তবে পূর্ণিমার বাবার দাবি, মেয়েকে স্বামী নিলয় ও তার পরিবারের লোকজন হত্যার পর ঝুঁলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজাচ্ছে।

আরো পড়ুন: নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ, সাহায্য চাওয়ায় ফের ধর্ষণ দু’জনের

তিনি বলেন, তিন দিন আগে স্বামীর নির্যাতন সইতে না পেরে পূর্ণিমা বাড়িতে চলে আসে। শুক্রবার স্বামী নিলয় এসে তাকে বাড়ি নিয়ে যায়। স্বামীর বাড়ি যাওয়ার সময় পূর্ণিমা বলছিল, বাবা আমাকে ওখানে পাঠিও না। ওরা মেরে ফেলবে আমাকে। আমি বুঝিয়ে স্বামীর বাড়ি পাঠাই মেয়েকে।

দেলদুয়ার থানার এসআই মো. মামুন মিয়া সাংবাদিকদের বলেন, ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত আবস্থায় ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে হত্যা না আত্মহত্যা।


সর্বশেষ সংবাদ