ভোক্তা অধিকারের মহাপরিচালকের কফিতে মরা মাছি, জরিমানা ৫০ হাজার

প্রতীকী
প্রতীকী  © সংগৃহীত

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এএইচএম শফিকুজ্জামানের কফির কাপে মাছি পাওয়ায় বরিশালের থ্রি স্টার মানের একটি হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (০৬ জুলাই) শুনানি শেষে বরিশাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব বলেন, গত ২ জুন বরিশালের অভিজাত হোটেল গ্র্যান্ড পার্কে এক কাপ কফি অর্ডার করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। এ সময় তিনি কফির কাপে একটি মরা মাছি পড়ে থাকতে দেখেন।

আরও পড়ুন: মোবাইলে লুডু, ক্যারাম, তাস খেললে ১০ হাজার টাকা জরিমানা

‘‘এ ঘটনায় তিনি ঢাকার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগে করেন। যেহেতু বরিশালের ঘটনা তাই অভিযোগটি ঢাকা থেকে বরিশাল ভোক্তা অধিকারের কাছে পাঠানো হয়।’’

তিনি আরও বলেন, আজ বিকেল সাড়ে ৪টায় শুনানি শেষে হোটেল কর্তৃপক্ষ সরবরাহ করা কফিতে মরা মাছি থাকার বিষয়টি স্বীকার করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মো. সেলিম হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।


সর্বশেষ সংবাদ