দাউ দাউ করে জ্বলছে বিএম ডিপো, ১৫ জনের লাশ উদ্ধার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ জুন ২০২২, ০৮:০১ AM , আপডেট: ০৫ জুন ২০২২, ০৮:৫৯ AM
সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে ও অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। আহত হয়েছেন দেড় শতাধিক মানুষ। হতাহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা রয়েছেন।
জানা গেছে, আজ রোববার ভোর পযর্ন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২০টির অধিক ইউনিট আগুন নেভাতে কাজ করছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। হাসপাতালে রাত সাড়ে ১২টার দিকে দুজনের মৃত্যু কথা জানান সহকারী পরিচালক রাজীব পালিত। এর ঘণ্টাখানেক পরে দুজনের মৃত্যুর খবর দেন মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম।
রাত ২টার দিকে একজনের মৃত্যুর খবর জানান সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াস চৌধুরী। এসআই আলাউদ্দিন তালুকদার রোববার সকালে গণমাধ্যমকে বলেন, বিস্ফোরণে এ পর্যন্ত আটজন নিহত হয়েছেন।
আরো পড়ুন: বাবার শাসনে অভিমান করে মেয়ের আত্মহত্যা
এদিকে রোববার সকালে ডিপোর ভেতর থেকে ছয় জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ পর্যন্ত নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। অজ্ঞাতদে মধ্যে ফায়ার সার্ভিস কর্মীও রয়েছেন। পরিচয় পাওয়া তিন জন হলেন ডিপোর আইসিটি কাউন্টারের মবিনুল হক, মহিউদ্দিন ও হাবিবুর রহমান।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, বিস্ফোরণে কনস্টেবল তুহিনের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আরও অন্তত পাঁচ কনস্টেবলসহ পুলিশের একাধিক সদস্য আহত হয়েছেন।