মেঝের নিচ থেকে একে একে বেরিয়ে এল ১০৫০ লিটার তেল

মেঝের নিচ থেকে একে একে বেরিয়ে এল ১০৫০ লিটার তেল
মেঝের নিচ থেকে একে একে বেরিয়ে এল ১০৫০ লিটার তেল  © সংগৃহীত

চট্টগ্রামের ষোলশহর এলাকার ২ নম্বর গেটের একটি দোকান থেকে ১ হাজার ৫০ লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (৮ মে) বিকেলে ষোলশহর কর্ণফুলী কমপ্লেক্সের কাশেম স্টোর থেকে এসব তেল জব্দ করা হয়। অভিযুক্ত দোকান মালিকের নাম আবদুল হাকিম।

ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, তেলগুলো দোকানের মেঝের নিচে বিশেষ কায়দায় করা একটি গুদামে লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানের সময় এগুলো বের করে আনা হয়। দোকানটিতে তেল ও মেয়াদোত্তীর্ণ ঘি রাখার দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: সয়াবিনের দাম বাড়ায় বাদাম তেল খাওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

তবে আবদুল হাকিম নিজেকে পাইকারি বিক্রেতা বলে দাবি করেছেন। তিনি বলেন, তিনি শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও দোকানে তেল সরবরাহ করেন। এ কারণে তাঁর গুদামে তেল ছিল। আর রমজান মাসজুড়ে বিভিন্ন কোম্পানি থেকে তিনি তেল কিনেছেন। কিছু বিক্রি হয়েছে। কিছু বিক্রি হয়নি।

চারদিকে তেলের সংকট। অলিগলি থেকে বড় বাজার কোথাও সয়াবিন তেল মিলছে, কোথাও বা মিলছে না। এমন সংকটে দোকানদার আবদুল হাকিমের দোকান থেকে মজুদকৃত ১ হাজার ৫০ লিটার জব্দ করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর।


সর্বশেষ সংবাদ