শিক্ষিকাকে নির্যাতনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২, ০৩:৪৩ PM , আপডেট: ০৯ জানুয়ারি ২০২২, ০৪:২৬ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষিকাকে চুলে ধরে পিটানোর অভিযোগ উঠেছে তারই সহকর্মী ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। দুজনই উপজেলার পাটকিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম মাহবুবুর রহমান ও ভুক্তভোগী সহকারী শিক্ষিকা নাসিমা খাতুন।
শনিবার (৮ জানুয়ারি) রাজবাড়ীর বালিয়াকান্দির ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট ছুটি চাওয়ায় এমন নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন তারই সহকর্মী বিদ্যালয়টির সহকারী শিক্ষিকা নাসিমা খাতুন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে ওই শিক্ষিকা ছুটি চাইতে প্রধান শিক্ষক মাহবুবুরের কাছে যান। তিনি তাকে দুপুর ১টা পর্যন্ত স্কুলে থাকতে বলেন। এ নিয়ে দু'জনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রধান শিক্ষক গালাগাল করলে শিক্ষিকা নাসিমা জুতা নিয়ে এগিয়ে যান। এ সময় প্রধান শিক্ষক তার চুল ধরে মাটিতে ফেলে মারধর করেন।
এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুলসহ শিক্ষক নেতারা ওই বিদ্যালয় পরিদর্শনে যান।
আরও পড়ুন: সীমিত আসনে পছন্দের কলেজে ভর্তির প্রতিযোগিতা শিক্ষার্থীদে
সহকারী শিক্ষিকা নাসিমা জানান, 'প্রধান শিক্ষক মাহবুবুর এর আগেও এমন ঘটনা ঘটিয়েছিলেন। শিক্ষক নেতারা এসে দেখে গেছেন। তারা খবর নিয়েছেন, যা করার অফিসিয়ালি করব।’
তবে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে মোবাইল ফোনে যুক্ত করে কথা বলা যায়নি।
এদিকে, কিছুদিন আগে প্রধান শিক্ষক মাহবুবুর সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এরপর থেকেই মাঝেমধ্যে এ ধরনের অসংলগ্ন আচরণ করছেন বলে জানিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ।
আরও পড়ুন: প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী
এছাড়া, বাংলাদেশ শিক্ষক সমিতি বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত তাই এ বিষয়ে উভয়পক্ষকে আপস করে নিতে বলা হয়েছে।
এ বিষয়ে উপজেলার শিক্ষা কর্মকর্তা আশরাফুল হক বলেন, এ ঘটনায় তার কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।