শিক্ষাঙ্গনে কেন ভাঙচুর চালাবে শিক্ষার্থীরা, প্রশ্ন তারেক রহমানের

তারেক রহমান
তারেক রহমান  © সংগৃহীত

গত ১০ দিনে ঢাকা ও চট্টগ্রামের অন্তত ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বড় ধরনের সহিংসতায় জড়িয়েছে। এতে নিহতের খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন কয়েকশ শিক্ষার্থী। ভাঙচুর ও লুটপাটে ক্ষতি হয়েছে অন্তত অর্ধশত কোটি টাকা।

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে শিক্ষাঙ্গনে কেন ভাঙচুর চালাবে শিক্ষার্থীরা, এ প্রশ্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একইসঙ্গে ঢাকাসহ সারাদেশে আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে ষড়যন্ত্রকারীরা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এ অবস্থায় ১৬টি পয়েন্ট তুলে ধরে দেশবাসীকে ধৈর্যশীল, শান্ত এবং সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

একটি পয়েন্টে তারেক রহমান বলেন, ছাত্র-জনতার এমন একটি সফল গণঅভ্যুত্থানের পর শিক্ষার্থীরা কেন শিক্ষাঙ্গনে ভাঙচুর চালাবে? কেন আগুন ধরিয়ে দেবে? এসব ঘটনা স্বাভাবিকভাবে দেখার সুযোগ নেই। জনগণের যৌক্তিক আন্দোলন পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ ‘সাবোটাজ’ করছে কিনা আইন শৃঙ্খলা বাহিনীকে এটি নিবিড়ভাবে তদন্ত করতে হবে। পরিস্থিতির ওপর নজরদারি বাড়াতে হবে।

অপর একটি পয়েন্টে দেশের বর্তমান পরিস্থিতিতে আমি দেশবাসীর প্রতি বিনীত আহ্বান জানিয়ে তিনি বলেন, দাবি আদায়ে আন্দোলন করা জনগণের সাংবিধানিক অধিকার। সুতরাং অবশ্যই জনগণের আন্দোলন করার অধিকার রয়েছে। তবে এই আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বাংলাদেশের স্বার্থবিরোধী অপশক্তি এবং পলাতক স্বৈরাচার যাতে গণঅভ্যুত্থানের উদ্দেশ্যকে লক্ষ্যচ্যুত করতে না পারে সে ব্যাপারে সবাইকে বিশেষভাবে সতর্ক থাকা দরকার।


সর্বশেষ সংবাদ