মণ্ডপে কোরআন রাখার কথা স্বীকার ইকবালের

ইকবাল হোসেন
ইকবাল হোসেন  © সংগৃহীত

মণ্ডপে পবিত্র কোরআন রাখার কথা স্বীকার করেছেন ধর্মীয় অবমাননার দায়ে আটক ইকবাল হোসেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শুক্রবার (২২ অক্টোবর) বিকালে তাকে কুমিল্লা পুলিশ লাইনসে জিজ্ঞাসাবাদ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মণ্ডপে কোরআন শরিফ রাখার পর হনুমানের মূর্তি থেকে গদা সরিয়ে নেওয়ার কথাও পুলিশকে জানিয়েছেন ইকবাল। তবে কার নির্দেশে এই কাজ করেছেন, তা এখনও জানাননি।

৩০ বছর বয়সী ইকবাল কুমিল্লা নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের দ্বিতীয় মুরাদপুর-লস্করপুকুর এলাকার নূর আহমেদ আলমের ছেলে।

এর আগে, কক্সবাজারে ইকবালকে আটকের পর, শনাক্ত করতে তার মাকে ডেকে নেয় পুলিশ। তবে এ বিষয়ে পুলিশের কেউ বিস্তারিত বলেননি।

পড়ুন: পূজামণ্ডপে কোরআন রাখা ইকবাল আটক

নানুয়ারদীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত সেই ইকবালকে ঘটনার পর থেকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা।

কুমিল্লার পুলিশ সুপার মো. ফারুক আহমেদ বলেন, ইকবালকে কুমিল্লায় আনা হয়েছে। তাকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা সিসিটিভিতে যাকে শনাক্ত করেছিলাম, এই সেই ইকবাল।


সর্বশেষ সংবাদ