বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্য আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © ফাইল ছবি

কিশোর অপরাধ বেড়ে যাওয়ায় চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ৪০ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (৬ জুন) বিকেল থেকে শহরের গাছতলা ব্রিজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকা, প্রেসক্লাব ঘাট, মুখার্জি ঘাটসহ শহরের বিভিন্ন স্থানে কয়েক ঘণ্টা বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে চাঁদপুর মডেল থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ। এ সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যও উপস্থিত ছিলেন।

আরো পড়ুন কিশোর গ্যাং ‘ডি কোম্পানি’ চালাতেন লন্ডনে পড়াশোনা করা রাজিব

অভিযানের সত্যতা নিশ্চিত করে ওসি মোহাম্মদ আব্দুর রশিদ জানান, কিশোরদের নানা অনিয়ম কিছুদিন ধরে পুলিশের নজরে এসেছে। এজন্য রবিবার শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাং সন্দেহে ৪০ জনকে আটক করা হয়।

তবে আটক কিশোরদের মধ্যে বেশ কয়েকজনকে অভিভাবক ডেকে মুসলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে জানিয়ে ওসি বলেন, বাকিদের বিরুদ্ধে থানায় আগে থেকে বিভিন্ন অপরাধে মামলা ও অভিযোগ থাকায় আটক রাখা হয়েছে।