বেরোবিতে গাঁজা সেবনরত অবস্থায় ২ কর্মচারী আটক
- বেরোবি প্রতিনিধি
- প্রকাশ: ২৯ আগস্ট ২০১৯, ০৮:০৩ AM , আপডেট: ২৯ আগস্ট ২০১৯, ০৮:০৩ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বাধীনতা স্মারক থেকে গাঁজা সেবনরত অবস্থায় ২ কর্মচারীকে আটক করেছে পুলিশ। আটককৃত দুই কর্মচারী হলেন - পরিসংখ্যান বিভাগের অফিস সহকারী মনিরুজ্জামান ও পদার্থবিজ্ঞান বিভাগের অফিস সহকারী এনায়েতুল করিম।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহিব্বুল ইসলাম বলেন, বুধবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে স্বাধীনতা স্মারক থেকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করি। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে গাঁজা পাওয়া যায়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ( চলতি দায়িত্ব) আতিউর রহমান বলেন, দুই কর্মচারীকে আটকের বিষয়টি নিশ্চিত হয়েছি। উপযুক্ত প্রমান সাপেক্ষে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।