শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

  © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি মাদ্রাসাছাত্রকে (১১) বলৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক মুনির উদ্দিনকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে পৌরসভার রামদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার মুনির উদ্দিন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শালদাহ গ্রামের (২নং ওয়ার্ড) আনোয়ার হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বসুরহাট পৌরসভার রামদী এলাকার ওই শিশুটিকে স্থানীয় মেমোরিয়াল নুরানী হাফেজিয়া মাদরাসা ও এতিমখানায় এক বছর আগে ভর্তি করা হয়। মাদরাসার হোস্টেলে ওই শিক্ষার্থী নিয়মিত থেকে লেখাপড়া করতো। রবিবার রাতে অভিযুক্ত শিক্ষক মুনির উদ্দিন ওই শিক্ষার্থীকে ঘুম থেকে জাগিয়ে নিজের রুমে নিয়ে বলাৎকার করেন।

এর আগেও কয়েকবার এমন ঘটনা ঘটেছে। এসব ঘটনা কাউকে জানালে ওই শিক্ষক তাকে মাদরাসা থেকে বের করে দেয়ার ভয় দেখান। ওই শিক্ষার্থী রবিবার রাতের ঘটনায় অসুস্থ হয়ে সোমবার সকালে বাড়িতে গিয়ে তার মা-বাবাকে এসব ঘটনা জানায়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করার পর পুলিশ অভিযুক্ত মাদরাসা শিক্ষক মুনির উদ্দিনকে সোমবার দুপুরে গ্রেফতার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোম্পানীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত শিক্ষক মুনির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।


সর্বশেষ সংবাদ