জামায়াত নেতা-কর্মী বহনকারী দুই বাসে ট্রাকের ধাক্কা, নিহত ২

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খারখারি এলাকায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক
রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খারখারি এলাকায় দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক  © টিডিসি ফটো

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে খারখারি এলাকায় ট্রাক ও দুটি বাসের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫০ জন। রোববার (৬ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দুই বাসে হতাহত সবাই জামায়াত নেতা-কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে একটি ড্রাম ট্রাক ও বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে জলাশয়ে পড়ে যায়। একই সময়ে ট্রাকটি অপর একটি বাসকে পেছন থেকে ধাক্কা দিলে একপাশ ভেঙে আগুন লেগে যায়।

যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে আগুন নেভানোর চেষ্টা করেন। জলাশয়ে পড়ে যাওয়া বাসে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা করেন তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। 

আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ১৫ জন গুরুতর আহত ব্যক্তিকে ভর্তি করা হয়েছে।

আরো পড়ুন: গাজায় গণহত্যার প্রতিবাদে কাল ঢাবির ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা প্রশাসনের

মহানগর জামায়াতে ইসলামীর নেতারা জানিয়েছেন, দুটি বাসে প্রায় ৯০ জন যাত্রী ছিল। তারা সবাই দলের নেতা এবং সমর্থক। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন থেকে পিরোজপুরে যাচ্ছিলেন তারা। সেখানে জামায়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবরে গিয়ে শ্রদ্ধা নিবেদন করার কথা ছিল।

রাজশাহী মহানগর জামায়াতের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন সরকার বলেন, দুর্ঘটনায় জামায়াত কর্মী নাসিম ও জুয়েল নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহতের অবস্থা গুরুতর।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দলনেতা আরিফুল ইসলাম বলেন, ‘আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করি। যাদের উদ্ধার করা সম্ভব হয়েছে, তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’


সর্বশেষ সংবাদ