সরকারি চাল চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা আটক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ২৮ মার্চ ২০২৫, ০৫:৩১ PM

ঠাকুরগাঁও সদরে দরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৬৫ বস্তা সরকারি চাল চুরির করতে গেলে আমিনুল ইসলাম নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
শুক্রবার (২৭ মার্চ) দিনগত রাতে উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন পরিষদের পাশে চালবোঝাই মাহিন্দ্রা ট্রাক্টরসহ তাকে আটক করা হয়। ঠাকুরগাঁও সদর থানার ওসি শহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আমিনুল ইসলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পশ্চিম বেগুনবাড়ি গ্রামের পাথারুর ছেলে।
ওসি শহিদুর রহমান বলেন, প্রতিবছর ঈদ উপলক্ষে সারাদেশে হত-দরিদ্রদের জন্য বিনামূল্যে চাল বিতরণ করে সরকার। এবারো জেলার সবকটি ইউনিয়ন ও পৌরসভায় হতদরিদ্রের জন্য বরাদ্দের চাল বিতরণ করা হচ্ছে।
ওসি জানান, শুক্রবার সেহেরির আগে বেগুনবাড়ি ইউনিয়নের হতদরিদ্র মানুষের জন্য বরাদ্দ চালের ৬৫ বস্তা ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন আমিনুল ইসলাম। এ সময় ট্রাক্টরের শব্দ শুনে আশপাশের লোকজন গিয়ে দেখেন গাড়িতে সরকারি চাল।লোকজন দেখে অন্যরা পালিয়ে গেলেও আমিনুলকে আটক করে মারধর করেন জনতা। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল গভীর রাতে ট্রাক্টরে করে বাসায় সরিয়ে নেওয়ার চেষ্টা হচ্ছিলো। ট্রাক্টরটির ইঞ্জিনের শব্দ শুনে নৈশপ্রহরীসহ স্থানীয় বাসিন্দারা এগিয়ে যান। তারা দেখেন কয়েকজন লোক ট্রাক্টরে চাল তুলছেন। এসময় অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলাম আটক হন। উত্তেজিত জনতা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
অন্যান্য পলাতকদের মধ্যে রয়েছেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান, সাধারণ সম্পাদক নুরুল আমিন, কৃষকদলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নসিরুদ্দিনের ছেলে সুলতান ছিলেন বলে জানা গেছে।