শিশু অপহরণ ও ধর্ষণের অভিযোগে অটোচালক গ্রেপ্তার
- নেত্রকোনা প্রতিনিধি
- প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ০৯:৩৪ AM , আপডেট: ২১ মার্চ ২০২৫, ০৯:৩৪ AM

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অটোরিকশাচালক মুসলিম উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ। ভুক্তভোগী কেন্দুয়া পৌর সদর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকে।
জানা গেছে, বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে দিকে ভুক্তভোগী অপরহরণকারীদের চোখকে ফাঁকি দিয়ে বাড়িতে ফিরে আসে। এর আগে নিখোঁজের কয়েকদিন পর ভুক্তভোগী তার মাকে ফোনে জানায়, সে অপহরণের শিকার হয়েছে। পরে ১৯ মার্চ পরিবারের পক্ষ থেকে কেন্দুয়া থানায় অপহরণ মামলা করা হয়।
জানা গেছে, ১৩ দিন আগে গত ৭ মার্চ ভুক্তভোগীর আত্মীয় বাড়িতে যাওয়ার জন্য তার বাবা তাকে অটোরিকশায় তুলে দেন। এরপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়ায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েন।
আরো পড়ুন: ছাত্রদল নেতা হত্যার ঘটনায় দুই উপজেলায় উত্তেজনা-বিক্ষোভ, গ্রেপ্তার ৪
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। অটোরিকশা চালক মুসলিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি। অপরাধে জড়িত অন্যান্যদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ এবং অন্য অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।