পিরোজপুরে গৃহবধূকে কুপিয়ে জখম ও হত্যার হুমকি

জখম গৃহবধূ
জখম গৃহবধূ  © টিডিসি ফটো

পিরোজপুর সদর উপজেলার রাজারকাঠিতে এক মারমুখী ঘটনার জেরে ঘরে প্রবেশ করে নুপুর বেগম নামে এক গৃহবধূকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় নুপুর বেগমকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করেন। 

নুপুর বেগম, যিনি সদর উপজেলার কলাখালী ইউনিয়নের রাজারকাঠি গ্রামের বাসিন্দা অদুদ সিকদারের স্ত্রী, বুধবার (১২ মার্চ) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বলেন, ‘আমাকে সারাদেশের সামনে অপমান করার জন্য অত্যন্ত নিষ্ঠুরভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে তারা। এর পাশাপাশি হত্যার হুমকিও দিয়েছে।’

তিনি আরও জানান, গত বছরের একটি গরুর চুরির ঘটনায় প্রতিবেশী শাকিল সিকদারের সঙ্গে তাদের দ্বন্দ্ব রয়েছে।

এর আগে গত সোমবার (১০ মার্চ) শাকিল, তার স্ত্রী রাবেয়া বেগম ও পুত্র সিয়ামের উপর হামলা চালায় একটি পক্ষ। পরে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গ্রামবাসীর সূত্রে জানা যায়, নুপুর বেগমের গরু গত বছরে চুরি হয় এবং এই চুরির ঘটনায় শাকিল সিকদার জড়িত ছিল। 

অভিযুক্ত শাকিল সিকদার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মিনতি করছি, আমাকে নিয়ে মিথ্যা অপবাদ রটানো হচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে মারামারি বাধে এবং এতে আমি ও আমার পরিবারও আহত হয়েছে।’

এ বিষয়ে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সোবাহান জানান, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ 


সর্বশেষ সংবাদ