ভোলায় ঘুরতে যাওয়া নবদম্পতির ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২
- ভোলা প্রতিনিধি
- প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩০ PM , আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩০ PM

ভোলার তুলাতলি পর্যটনকেন্দ্রে ঘুরতে যাওয়া নবদম্পতির ওপর হামলার ঘটনায় কিশোর গ্যাং ‘ভাইয়া ২০২০’ গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ফারহান-৪ লঞ্চ থেকে র্যাব-৮-এর একটি দল তাদের গ্রেপ্তার করে।
র্যাব-৮-এর ভোলা ক্যাম্পের লেফটেন্যান্ট মো. শাহরিয়ার রিফাত অভি (এক্স) বিএন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন ভোলা শহরের ওয়েস্টার্ন পাড়া এলাকার মৃত রানা মিয়ার ছেলে মো. আরমান হোসেন (১৯) ও ধনিয়া ইউনিয়নের পরির হাট এলাকার মো. ইউছুফ মিয়ার ছেলে হৃদয় আহমেদ (১৮)।
তাদের মধ্যে আরমান মামলার ১ নম্বর আসামি ও হৃদয় ৪ নম্বর আসামি। ‘ভাইয়া ২০২০’ গ্রুপে ১৫ থেকে ২০ জন সদস্য রয়েছেন। গ্রুপের প্রধান আরমান।
আরও পড়ুন: ডেভিল হান্ট অপারেশনে বেরোবি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ জানান, নবদম্পতির ওপর কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় র্যাব দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রোববার তাদের আদালতে সোপর্দ করা হবে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ চেষ্টা করছে।
প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি ভোলা সদর উপজেলার তুলাতলি পর্যটনকেন্দ্রে ঘুরতে গিয়ে ওই কিশোর গ্যাংয়ের হামলার শিকার হন নবদম্পতি রেদোয়ান ও তার স্ত্রী নুপুর আক্তার। কিশোর গ্যাংয়ের সদস্যরা এই নবদম্পতির পথ গতিরোধ করে তাদের ফোনে অশ্লীল ভিডিও আছে দাবি করে টাকা চান। নবদম্পতি টাকা দিতে অস্বীকৃতি জানালে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের ওপর অতর্কিত হামলা চালান। পরে এ ঘটনায় রেদোয়ান বাদী হয়ে সদর থানায় ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলা করেন।