সিরাজগঞ্জে ছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার

জুয়েল রানা ফকির
জুয়েল রানা ফকির  © সংগৃহীত

দশম শ্রেণির এক স্কুলছাত্রকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা ফকিরকে (৪৫) দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, 'দলীয় গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করায় চৌহালী উপজেলা বিএনপির সুপারিশ অনুযায়ী জুয়েল রানাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।'

বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও অবগত করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।

এর আগে, সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে জুয়েল রানার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে চৌহালী থানার ওসি জিয়াউর রহমান জানান, মামলা হওয়ার পর নির্যাতিত শিশুটিকে মঙ্গলবার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তবে প্রতিবেদন পেতে সময় লাগবে।

প্রসঙ্গত, শনিবার (১১ জানুয়ারি) রাতে পূর্ব পরিচয়ের সূত্র ধরে উপজেলা সদরের চর সলিমাবাদ বাজার এলাকায় ডেকে নিয়ে বিএনপি নেতা জুয়েল রানা ওই শিশুটিকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ ওঠে। বাড়িতে ফিরে শিশুটি স্বজনদের ঘটনাটি জানায়। তারপরই বিষয়টি  সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।


সর্বশেষ সংবাদ