ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে মাথা-হাতবিহীন গৃহবধূর লাশ উদ্ধার

উদ্ধার হওয়া লাশ
উদ্ধার হওয়া লাশ  © সংগৃহীত

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দত্তপাড়া এলাকার সেতু নার্সারির ভেতর থেকে মাথাকাটা ও হাতবিহীন এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছে সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াজেদ। তিনি বলেন, রবিবার রাতে খবর পেয়ে আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পাশে থেকে মাথাকাটা-হাতবিহীন একটি লাশ উদ্ধার করি। পরবর্তীতে পাশে থাকা একটি বস্তায় খণ্ডিত মাথা ও হাত পাওয়া যায়। তবে লাশটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর নয়।

স্থানীয়রা জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন একজন মানুষের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ‘রাজাকার’ বলা জাবির সেই অধ্যাপক বরখাস্ত

পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গৃহবধূর নাম সান্ত্বনা। তিনি ও তার স্বামী ঢাকার ধামরাই উপজেলায় থাকতেন। তার স্বামী রাজমিস্ত্রির কাজ করেন। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই বা তিন দিন আগে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। এদিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এমন হত্যাকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে বিভিন্ন পোস্টের মাধ্যমে আশঙ্কা করছিলেন উদ্ধার হওয়া লাশটি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রীর। তবে পুলিশ পরবর্তীতে নিশ্চিত করেছে, লাশটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর নয়।


সর্বশেষ সংবাদ