ব্র্যাকের সাবেক শিক্ষক আসিফ মাহতাবের ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

আসিফ মাহতাব
আসিফ মাহতাব  © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা চলাকালে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় আলোচিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (২৯ জুলাই) তাকে আদালতে হাজির করে ডিবি পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। 

এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে। 

এর আগে, শনিবার (২৮ জুলাই) রাত ১টার দিকে আসিফ মাহতাবকে উত্তরার ৯ নম্বর সেক্টরের বাসা থেকে ডিবি পরিচয়ে আটক করে নিয়ে যাওয়া হয়। ঢাকা পোস্টকে এ কথা জানান আসিফ মাহতাবের ছোট বোন নাফিসা তাসনিম।

তিনি বলেছিলেন, শনিবার দিবাগত রাত ১টার পর ১৫ জনের একটি দল আমাদের বাসায় আসেন। তাদের বেশিরভাগের শরীরে ডিবির পরিচয় সম্বলিত পোশাক ছিল। তবে, কেন আটক করা হচ্ছে, সে বিষয়ে তারা কিছু জানাননি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন তারা। 


সর্বশেষ সংবাদ