ধূমপানে নিষেধ করায় ছাত্রলীগ নেতাকে আটকে ছুরিকাঘাত

ছাত্রলীগ
ছাত্রলীগ  © ফাইল ছবি

ফেনীতে প্রসেনজিৎ ভৌমিক রুপম নামে ছাত্রলীগের এক নেতা ছুরিকাঘাতে আহত হয়েছেন। রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে শহরের দোয়েল চত্বরে গুলশান মার্কেট গলিতে ধূমপান করতে নিষেধ করায় এ ঘটনা ঘটে।

আহত রুপম ফেনী সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী। তিনি পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শাখার সভাপতি আবুল হাসনাত তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলশান মার্কেটের গলিতে কয়েকজন বখাটে ধূমপান করছিলেন। এ সময় ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. রতন তাদের সিগারেট ফেলতে বলেন। এ নিয়ে বাগবিতণ্ডা হয়। এ সময় রুপম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তিনি বখাটেদের শাসান। পরে তারা রুপমকে আটকে বড় ভাই রাসেল হাজারীকে ডেকে রুপমের ওপর চড়াও হন। 

এক পর্যায়ে রুপমের পেটসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে ফেনী হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন: ভারত-পাকিস্তানের প্রতারকদের সঙ্গে মিলে কলেজপড়ুয়া ২ ছাত্রের ‘হ্যানি ট্র্যাপ’

রাসেল হাজারী বলেন, বাপ্পি, মোহন, শাখাওয়াত মীমাংসার কথা বলে ডাকেন তাকে। সেখানে দু’পক্ষের সঙ্গে কথা বলার এক পর্যায়ে তারা রুপমকে ছুরিকাঘাত করে। তিনি বিষয়টি এমপি নিজাম হাজারীকে জানিয়েছেন।

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করিনি। চিকিৎসায় ব্যস্ত থাকায় পরে মামলা করবে বলে রুপমের পরিবার জানিয়েছে। পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।


সর্বশেষ সংবাদ