খাগড়াছড়িতে ৪ ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

নিহত ৪ ইউপিডিএফ সদস্য
নিহত ৪ ইউপিডিএফ সদস্য  © সংগৃহীত

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষের হামলায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের ৪ নেতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জনকে অপহরণের অভিযোগ তুলেছে সংগঠনটি। সোমবার (১১ ডিসেম্বর) রাত ১০টার দিকে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছে।

ইউপিডিএফ সংগঠক অংগ্য মারমা অভিযোগ করেন,  মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এই ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। পরে সঠিক তথ্য নিয়ে বিস্তারিত জানানো হবে।


সর্বশেষ সংবাদ