রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৪৬ PM , আপডেট: ২৫ অক্টোবর ২০২৩, ০৮:৫৮ PM
রাজধানীর মাতুয়াইলয়ে বাসের ধাক্কায় মেহেদী হাসান (২৫) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। নিহত মাদ্রাসা শিক্ষার্থী ঢাকার অদূরে সাভারের একটি মাদ্রাসায় দাওরায়ে হাদিস বিভাগে পড়তেন।
বুধবার (২৫ অক্টোবর) বেলা আড়াইটার দিকে নগরীর মাতুয়াইল মোড়ে ওই শিক্ষার্থী রাস্তা পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, এ সময় বেপরোয়া গতির একটি বাস তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এরপর গুরুতর আহত মেহেদী হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে বিকেল পৌনে চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেদী হাসানের মামা মো. ওয়াহিদ বলেন, মেহেদী হাসান সাভার থেকে কুমিল্লায় বাড়ি যাচ্ছিলেন। পথে বাসের ধাক্কায় আহত হয়ে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। পরে পথচারীরা মেহেদীর মুঠোফোন থেকে কল দিয়ে তাকে দুর্ঘটনার খবর জানান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মেহেদীকে মৃত অবস্থায় পান।
মেহেদীর বাড়ি কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড় আলমপুরে। তাঁর বাবার নাম ইমাম আবদুল ওহাব। তিন ভাই, দুই বোনের মধ্যে তিনি বড়।