স্কুল ব্যাগে পাওয়া গেল গাঁজা, ইমাম আটক

আটক হওয়া ইমাম
আটক হওয়া ইমাম  © সংগৃহীত

শেরপুরে চার কেজি গাঁজাসহ মসজিদের এক ইমামকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কের গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা বাইপাস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সোহেল রানা (৩৭) ইমামের বেশে মাদক একজন কারবারি। তার বাড়ি নেত্রকোণার দূর্গাপুর উপজেলার শ্রীরামখিলা গ্রামে। তিনি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বগার বাজার এলাকায় একটি মসজিদের ইমাম।

আরও পড়ুন: ১৫ সংগঠন নিয়ে ছাত্রদলের ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্য’

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে থাকা একটি স্কুল ব্যাগের ভেতর থেকে দুটি প্যাকেটে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) বিপ্লব মোহন্ত বলেন, এ বিষয়ে সোহেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।


সর্বশেষ সংবাদ