গাঁজাসহ গ্রেপ্তার পৌরসভার নারী কাউন্সিলর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৩, ০৭:৩৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৩, ০৭:৩৮ PM
দেড় কেজি গাঁজাসহ আটক হয়েছে পাবনার এক নারী কাউন্সিলর। শারমিন আক্তার নামে ওই কাউন্সিলরকে শহরের মেরিল বাইপাস এলাকা থেকে মঙ্গলবার বিকেলে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
জানা যায়, গ্রেপ্তার শারমিন আক্তার জেলার আটঘরিয়া পৌরসভার সংরক্ষিত ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে পাবনা সদর থানায় সোপর্দ করলে আদালতের মাধ্যমে তাকে পাবনা কারাগারে পাঠানো হয়। পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এসব তথ্য নিশ্চিত করেছে।
আরও পড়ুনঃ রোববার থেকে ফের সড়ক অবরোধের হুঁশিয়ারি এইচএসসি পরীক্ষার্থীদের
শারমিন দীর্ঘদিন ধরে কাউন্সিলর পরিচয়ের আড়ালে জেলাজুড়ে মাদকদ্রব্য বিক্রি করে আসছেন বলে জানিয়েছেন পাবনা ডিবির ওসি এমরান মাহমুদ তুহিন।
এমরান মাহমুদ আরও জানায়, নারীদের দিয়ে মাদকদ্রব্য বিক্রির একটি চক্র গড়ে তোলেন এই কাউন্সিলর। তিনি তরুণীদের দিয়ে জেলার প্রত্যন্ত অঞ্চলে মাদক সরবরাহ করে আসছিলেন। এমনকি জেলার বাইরেও মাদকের সিন্ডিকেট গড়ে তোলেন তিনি।
ওসি জানান, মঙ্গলবার টার্মিনাল এলাকায় বেশ কয়েকজন নারী মাদক কারবারি মাদক বিক্রির জন্য আসেন বলে খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ শারমিনকে গ্রেপ্তার করা হয়।