কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে মারধর, গাড়ি ভাঙচুর

কৌতুক অভিনেতা আবু হেনা রনি
কৌতুক অভিনেতা আবু হেনা রনি  © ফাইল ছবি

নাটোরের গুরুদাসপুরে কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগ পেয়েছে পুলিশ। এ সময় চারজন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের পাশে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুরুদাসপুর থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান।

আবু হেনা রনি নাটোরের সিংড়ার বিলদহর এলাকার বাসিন্দা। রনি বলেন, তারা সিনেমা দেখার জন্য বিলদহর থেকে পাঁচজন চাঁচকৈড় এসে গাড়ি রাস্তার পাশে পার্কিং করছিলেন। একটি প্রাইভেট এলোমেলোভাবে এসে গালাগালি করতে থাকে। তখন রাস্তার পাশেই গাড়ি আছে, গালি দিচ্ছেন কেন? এমন প্রশ্ন করার পর মারপিট শুরু করে গাড়িষাপাড়ার এলাকার সাবলু মোল্লা।

এ সময় স্থানীয়রা তাদের বাধা দেয়। তখন সাবলু মোবাইল ফোনে কল করলে আরও আট-দশজন চলে আসেন। তারাও হামলা চালায়। বেধড়ক মারপিটের পাশাপাশি গাড়ি ভাঙচুর করে। এ অভিযোগের ব্যাপারে সাবলু মোল্লার বক্তব্য জানতে চাইলেও ফোন বন্ধ পাওয়ায় বক্তব্য জানা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, পার্কিং নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে গাড়ি ভাঙচুর ও মারপিট হয়েছে। এ ঘটনায় আবু হেনা রনি মামলা করছেন। আইনগত প্রক্রিয়া চলমান আছে।


সর্বশেষ সংবাদ