চলন্ত বাসে ধর্ষণচেষ্টা, লাফিয়ে পড়ে রক্ষা পেলেন নারী
ময়মনসিংহের ভালুকা উপজেলায় চলন্ত বাসে এক নারী গার্মেন্টসকর্মীকে ধর্ষণের চেষ্টা চালানোর অভিযাগ পাওয়া গেছে। জীবন বাঁচাতে নারী বাস থেকে লাফ দিয়ে রাস্তায় পড়েন। শুক্রবার (১৬ জুন) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।
পরে স্থানীয়রা উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন তাকে। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে মাওনা থেকে রিদিশা ফ্যাক্টরির গার্মেন্টসকর্মী বাসে করে ভালুকা ফিরছিলেন। পথে সীডস্টোর এলাকায় অন্য যাত্রীরা নেমে গেলে তাকে একা পেয়ে চালক ও হেলপার ধর্ষণের চেষ্টা চালায়। তিনি রাজি না হওয়ায় মারধর করে। পরে বাস থেকে ফেলে দেয়।
পুলিশ বাসটি জব্দ করেছে। সঙ্গে বাসের চালক, হেলপারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, হাসপাতালে ভর্তি নারীকে দেখেছেন তিনি। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। তিনজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।