ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি শিবিরকর্মীর

পুলিশের হাতে আটক মো. শিহাবউদ্দিন
পুলিশের হাতে আটক মো. শিহাবউদ্দিন  © সংগৃহীত

চাঁদপুরের হাজীগঞ্জে ফেসবুকে লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় মো. শিহাবউদ্দিন (২২) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) দুপুরে হাজীগঞ্জ থানা থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়।

শিহাবউদ্দিন উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের মল্লিক বাড়ীর বিল্লাল হোসেনের ছেলে। শিহাব বাংলাদেশ ছাত্র শিবিরের একজন কর্মী বলে নিশ্চিত করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে তাকে নিজ এলাকা থেকে আটক করে পুলিশ।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ এ ঘটনায় বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন: 'ইউ আর নেক্সট' লিখে নিউজিল্যান্ড প্রধানমন্ত্রীকে হুমকি!

স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. আহসানউল্যাহ বলেন, বিল্লাল হোসেনের পুরো পরিবারই বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিভিন্ন সময় শিহাবউদ্দিন আওয়ামী লীগকে নিয়ে ফেসবুকে বাজে মন্তব্য করতেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে মিথ্যা মানহানিকর কুরুচিপূর্ণ তথ্য প্রচার ও দেশবিরোধী তথ্য প্রচার করে আইন-শৃঙ্খলার অবনতি ঘটানোসহ বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টার অপরাধে শিহাবের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়েছে। আজ দুপুরে তাকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ