ইলিয়াস ও বাবুলের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

ছবিতে বাবুল আকতার ও ইলিয়াস হোসাইন
ছবিতে বাবুল আকতার ও ইলিয়াস হোসাইন  © ফাইল ফটো

মিতু হত্যা মামলায় অসত্য ও মিথ্যা তথ্য সরবরাহ করা ও তা প্রচার করায় ইলিয়াস হোসাইন ও বাবুল আক্তারসহ ৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর প্রধান অতিরিক্ত আইজিপি বনোজ কুমার মজুমদার। তার পক্ষে ধানমন্ডি থানায় অভিযোগটি দায়ের করেছেন পিবিআই ঢাকা মেট্রো উত্তরের পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

মামলার অভিযুক্তরা হলেন— একুশে টেলিভিশনের সাবেক রিপোর্টার ইলিয়াস হোসাইন (৪৮), সাবেক পুলিশ সুপার বাবুল আকতার (৪৬), বাবুল আকতারের ভাই হাবিবুর রহমান লাবু (৪৫) এবং বাবুল আকতারের বাবা ওয়াদুদ মিয়া।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া। তিনি জানান, পিবিআই প্রধান স্যারের সাথে কথা হয়েছে। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলা নম্বর ২৪। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলামকে।


সর্বশেষ সংবাদ