যে কারণে তাসকিনের কাছে ঈদ স্পেশাল
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০৫:৪৭ PM , আপডেট: ৩১ মার্চ ২০২৫, ০৫:৪৭ PM

বিপুল উৎসব-উচ্ছ্বাসের সঙ্গে সোমবার (৩১ মার্চ) বাংলাদেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। এই উপলক্ষ্যে বেশ কিছুদিন ধরেই ছুটিতে রয়েছেন টাইগার ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন তারা। যাদের অনেকেই নিজ নিজ বাড়িতে ঈদের ছুটি কাটাতে ছুটে গেছেন। তাসকিন আহমেদ অবশ্য পরিবারের সঙ্গে ঢাকাতেই সময়টা উপভোগ করছেন।
এদিকে ঈদের নামাজের পর সকালে গণমাধ্যমের মুখোমুখি হন ডানহাতি এই পেসার। সেখানে জানিয়েছেন, ঈদ নিয়ে নিজের আনন্দের কথা। তাসকিনের সঙ্গে নামাজ আদায় করতে তার বাবা ও ছেলে তাসফিনও গিয়েছিলেন।
তাসকিন জানিয়েছেন, 'আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে পুরো পরিবার একসঙ্গে ঈদ করতে পারছি। এটা অনেক বড় সৌভাগ্য এবং আল্লাহর প্রতি অনেক ধন্যবাদ।’
পরিবারের কথা জানিয়ে তাসকিন বলেন, ‘পরিবারের সঙ্গে ঈদ সবসময় স্পেশাল। ছোটবেলার মতো এখনও ঈদগায় আসি নামাজ আদায় করতে।’
এদিকে ঈদ শেষে অবশ্য খুব বেশি বিশ্রামের সময় পাচ্ছেন না ক্রিকেটাররা। আগামী ৬ এপ্রিল থেকে শুরু হবে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নবম রাউন্ডের খেলা। গ্রুপ পর্বের খেলা শেষেই অবশ্য জাতীয় দলের ক্রিকেটাররা জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের ক্যাম্পে যোগ দেবেন।