বিসিবিতে বাড়ছে পাকিস্তানি কোচ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৩:৩৫ PM , আপডেট: ২৭ মার্চ ২০২৫, ০৩:৩৫ PM

বাংলাদেশ এইচপি দলে একটি পূর্ণাঙ্গ বিদেশি কোচিং প্যানেল চেয়েছিলেন, সাবেক চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়। তার সেই প্রত্যাশা আংশিক পূরণ হয়েছিল। প্রধান কোচ ডেভিড হেম্পের সঙ্গে পেস বোলিং কোচ কলি মুরকে নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার চলতি বছরে আরও দু’জন বিদেশি যোগ হতে পারেন এইচপির কোচিং প্যানেলে।
এদিকে বিসিবিতে দিন দিন পাকিস্তানি স্পিন কোচের সংখ্যা বাড়ছে। সাকলায়েন মুশতাকের উত্তরসূরি হিসেবে মুস্তাক আহমেদ কাজ করছেন। জাতীয় দলের সঙ্গে কাজ করবেন তিনি।
পাকিস্তানের সাবেক স্পিনার আরশাদ খানকে স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে ৫৪ বছর বয়সী এ কোচের।
এ প্রসঙ্গে এইচপির চেয়ারম্যান মাহাবুবুল আনাম জানান, স্পিন কোচের নিয়োগ নিয়ে সিইও নিজামউদ্দিন চৌধুরী কাজ করছেন। ব্যাটে-বলে মিললে প্রথমে তাকে খণ্ডকালীন নিয়োগ দেওয়া হতে পারে। স্পিন কোচের সঙ্গে একজন বিদেশি ফিল্ডিং কোচ নিয়োগের প্রক্রিয়া-ও চলছে।
অন্যদিকে গেম ডেভেলপমেন্টে লেগ স্পিন কোচ হিসেবে শাহেদ মাহমুদ কাজ করছেন। খেলা ছেড়ে কোচিং পেশাকে বেছে নেন ঢাকা লিগে খেলা এই লেগি। তাকে নিয়োগ দেন বিসিবির সাবেক পরিচালক খালেদ মাহমুদ। লেগ স্পিনার হান্টের কাজ করছেন তিনি। জেলায় জেলায় ঘুরার পর লেগ স্পিনার বাছাই করে প্রশিক্ষণ দিচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে মাহাবুবুল আনাম বলেন, ‘সোহেল ছাড়া এ পর্যায়ে কোনো স্পিন কোচ নেই। এইচপিতে একজন বিদেশি স্পিন কোচ থাকলে ছেলেরা শিখতে পারবে। কারণ, এইচপিতেই শেখার জায়গা। আরশাদের সঙ্গে আমরা কথা বলছি। প্রথমে তিন মাসের জন্য নিয়োগ দেওয়া হবে। কাজ পছন্দ হলে দীর্ঘ মেয়াদে চিন্তা করব। তাকে নিয়োগ দেওয়ার বড় কারণ হলো, শাহেদ মাহমুদ লেগ স্পিন নিয়ে গেম ডেভেলপমেন্টে কাজ করছেন। মুশতাক জাতীয় দলের সঙ্গে আছেন। বয়সভিত্তিক আর জাতীয় দলের মাঝের ধাপ হলো এইচপি। এই জায়গায় বেসিক নিয়ে কাজ করা হয়। এই পর্যায়ে বিশেষায়িত কোচ বেশি প্রয়োজন।’